দেশের বেসরকারি রাবার বাগানগুলো লাভ করলেও লোকসানে সরকারি বাগানগুলো। নাজুক অবস্থায় রয়েছে দেশে সরকারি দেড় ডজন রাবার বাগান। ওই রাবার বাগানগুলো বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) অধীনে রয়েছে। কিন্তু ব্যক্তিমালিকানাধীন বাগানের তুলনায় সরকারি রাবার বাগানগুলোর উৎপাদন যৎসামান্য। ফলে সরকারকে রাবার খাতে লোকসান গুনতে হচ্ছে। অথচ বিশ্ববাজারে রাবার ও রাবার শিটের চাহিদা থাকলেও সম্ভাবনাময় এ খাতে অগ্রগতি অর্জন করতে পারছে না বাংলাদেশ। বরং উল্টো খরচ বাড়ছে আমদানিতে। বিগত ২০২৩-২৪ অর্থবছরে সরকারি ওসব রাবার বাগানে ৯ কোটি ৩৮ লাখ টাকা সরকারকে লোকসান গুনতে হয়েছে। বাংলাদেশ রাবার বোর্ড এবং বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে দেশে ১ লাখ ৪৭ হাজার ৩৩৩ একর রাবার বাগান রয়েছে। সেগুলোয় উৎপাদন হয় ৭০ হাজার ৩৫৭ টন। বাগানগুলোর...