০৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম কোনো খন্ডিত ইতিহাস দিয়ে ইতিহাসের অমোঘ পরিনতিকে রূপায়িত করা যায় না। ইসরাইলী জায়নিস্ট ফ্যাসিস্ট শাসকরা ২০২৩ সালের ৭ অক্টোবর অধিকৃত ইসরাইলী ভূখন্ডে হামাসের ঝড়ো অভিযানের আগের ৭৫ বছরের ইতিহাস ভুলিয়ে দিতে চায়। অপারেশন আল আকসা ফ্লাডের আগে গত দুই দশকে হামাস এবং হেজবুল্লাহর সাথে আইডিএফ’র আরো অন্তত তিনটি বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে সব যুদ্ধেও অসম শক্তি নিয়ে ভারসাম্যহীন আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ চালিয়েও প্রতিরোধ যোদ্ধাদের পরাস্ত করতে পারেনি ইসরাইল। অত:পর হামাস-হেজবুল্লাহর সাথে বন্দি বনিময় ও যুদ্ধবিরতি চুক্তি করেই গাজা ও লেবানন সীমান্ত থেকে নিজেদের সৈন্য ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল। যুদ্ধটা শুরু হয়েছিল ১৯৪৮ সালে। পশ্চিমা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জায়নিস্ট হাগানা মিলিশিয়া বাহিনী পিতৃপুরুষের বসতভিটা থেকে আরবদের বিতাড়িত করে...