০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ব্যাটারিচালিত রিকশা এখন এক আতঙ্কের নাম। কেউ একে বলেছেন সড়কের বিষফোঁড়াÑ কারো দাবি এটি এখন সমাজের ক্যান্সার। ভাইরাসের মতো ছড়িয়ে পড়া ব্যাটারিচালিত রিকশায় এখন নতুন করে সংযোজন হয়েছে প্রোটেকটিভ রড। কয়েকটি দুর্ঘটনার পর যেখানে গাড়ির বাম্পার খুলে রাখার বিধান করা হয়েছিলো সেখানে এই ব্যাটারিচালিত রিকশার সামনে-পেছনের প্রোটেকটিভ রডকে অনেকে মারণাস্ত্র, আবার কেউ একে প্রাণঘাতী বাহন বলে উল্লেখ করেছেন। এসব রিকশার চালকদের বেপরোয়া গতির কারণে প্রাইভেটকার ও মাইক্রোবাস পর্যন্ত উল্টো রিকশাকেই সাইড দিতে বাধ্য হচ্ছে। দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা; কিন্তু দুরন্ত গতি। যে কারণে সড়কে ঘটছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা। রাজধানীসহ দেশের সড়কগুলো যেন এক একটি মৃত্যুফাঁদ! অবৈধভাবে এবং অবৈজ্ঞানিক এই বাহনকে বারবার সড়ক-মহাসড়ক থেকে উচ্ছেদের চেষ্টা হলেও, সুফল শূন্যের কোঠায়।...