০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রামে চলন্ত প্রাইভেট কার থামিয়ে প্রকাশ্যে দিনদুপুরে বিএনপি সমর্থিত এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার নগরীর অদূরে মদুনাঘাট এলাকায় ভয়ংকর এ খুনের ঘটনা ঘটে।হত্যাকান্ডের শিকার ব্যবসায়ী মোহাম্মদ আবদুল হাকিমের (৪৬) বাড়ি রাউজানের ডাবুয়া এলাকায়। তিনি হা-মীম এগ্রোর মালিক। বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাউজানের সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ এ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় রাউজানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এ হত্যাকান্ডের পেছনে উপজেলা বিএনপির দলীয় কোন্দলকে সন্দেহ করছেন। গত দেড় বছর ধরে রাউজানে বিএনপির দুই কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে দখল বেদখলের ঘটনায় খুনোখুনি চলে আসছে। এ ঘটনা তার ধারাবাহিকতা বলে জানান স্থানীয়রা। পুলিশ ও...