০৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার পর ৫৪ বছরে দাঁড়িয়ে দেশ আজ বৈশ্বিক অঙ্গনে নতুনভাবে নিজেদের পরিচিতি গড়ে তুলছে। তবে গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা, পরিবেশ ও মানবাধিকারের ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। এই প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়; বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য এক গুরুত্বপূর্ণ মোড়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বে। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের উন্নয়ন ধারাকে নতুন গতি দিয়েছিল। আজও দলটি জাতীয় রাজনীতিতে এক প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে। এই নিবন্ধে বিএনপির নির্বাচনী সম্ভাবনা, শক্তি, দুর্বলতা, সুযোগ ও হুমকি নিয়ে বিশ্লেষণের চেষ্ট করব। এর মাধ্যমে বোঝা যাবে,...