০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম হঠাৎ গুলির শব্দে ভেঙে গেল বিকেলের নিস্তব্ধতা। মুহূর্তেই আতঙ্কে ভারী হয়ে উঠলো থানা ভবনের বাতাস। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখি মানুষজনের চিৎকার। দিগি¦দিক ছোটাছুটি। অনিরাপদ ভেবে নিজেও নিচে নেমে আসি। ঠিক তখনই একটি ভ্যানে দেখি লাশের স্তূপ। এমন সময় ঊর্ধ্বতন কর্মকর্তার কণ্ঠ ভেসে এলো, ‘রাশেদ আপনার হাত খালি আছে, লাশগুলো ঢেকে দেন!’হৃদয়বিদারক এমনই দৃশ্যের বর্ণনা উঠে এলো এবার কনস্টেবল রাশেদুল ইসলামের মুখে।জুলাই-আগস্ট অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১২তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন রাশেদ। এ মামলায় স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে আটজনই রয়েছেন পলাতক। এদিন বেলা ১১টা ১০ মিনিটে বিচারপতি নজরুল ইসলাম...