০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় সরকারি খাসজমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতের ঘটনায় যুবদল নেতা রোকন উদ্দিন মেম্বারকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার জঙ্গল সলিমপুরে রোকনের নেতৃত্বে সন্ত্রাসীরা জমি দখলে গেলে এলাকার লোকজন তাদের ধরে গণপিটুনি দেয়। এতে একজন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হন। পরে এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিককে কুপিয়ে আহত করা হয়। এইসব ঘটনার জেরে ওই যুবদল নেতাকে বহিষ্কার করা হলো। সোমবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন...