০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম সাধারণত বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করেই নির্ধারিত হয় বিসিবির বিভিন্ন কার্যকরী কমিটি। তবে এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সাজিয়েছেন সব কমিটি। নিজের কাছে রেখেছেন তিনি তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিসিবির ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বোর্ড প্রধান। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদকে কোনো কমিটির চেয়ারম্যান করা হয়নি। বিসিবির নতুন পরিচালনা পর্ষদের সভা শেষে গতকাল বিকেলে বিভিন্ন কমিটি প্রধানের নাম ঘোষণা করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন নতুন চার পরিচালক- আব্দুর রাজ্জাক, শানিয়ান তানিম, খালেদ মাসুদ পাইলট ও আমজাদ হোসেন।নির্বাচন ঘিরে সরকারি হস্তক্ষেপ আর স্বেচ্ছাচারিতার অভিযোগের মাঝেই এই সভা দিয়ে আনুষ্ঠানিকভাবে...