০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর সব চেষ্টা ভ-ুল হওয়ার পর এবার গণভোট বিভ্রম! ক্ষমতার মধু কি এতোই মিষ্টি যে চেয়ার ছাড়তেই মন চায় না? গণভোটের নামে নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতে প্রত্যাবর্তনের চেষ্টার নেপথ্যে কলকাঠি নাড়ছে কারা? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য মুখিয়ে থাকা মানুষের মুখে মুখে এখন এ প্রশ্ন। ‘জুলাই জাতীয় সনদ’ হলে মানবে না এমন বক্তব্য কি কেউ দিয়েছে? কেউ কেউ অবশ্য আশঙ্কা করছেন, গণভোটের নামে ‘নির্বাচন হয়েছে’ বার্তা দেশ-বিদেশে ছড়িয়ে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার এ কেমন পায়তারা? সম্মতি উৎপাদনে ব্যর্থ ‘পি.আর. পদ্ধতি’র ধুয়া মাঠে মারা যাওয়ার পর নতুন ধুয়া তোলা হয়েছে ‘গণভোট’র। ‘জুলাই জাতীয় সনদ’ প্রশ্নে সামনে টেনে...