০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকায় বিষখালী নদীর তীরে গভীর গর্ত করে স্থানীয় কয়েকটি ইটভাটার মালিক অবৈধভাবে মাটি কেটে নিয়ে দেদারছে ইটভাটায় ব্যবহার করছেন। প্রতিনিয়ত অবৈধভাবে মাটি কাটায় নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে বন্যা। এতে নিয়ন্ত্রণের মূল বাঁধটি ভাঙনের ঝুঁকি সৃষ্টি হওয়ার ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় প্রায় ৬৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশের কোন প্রকার অনুমোদন নেই। অধিকাংশ ভাটা নদী তীরবর্তী এলাকায় গড়ে ওঠায় মালিকরা নদীর চর থেকে মাটি কেটে ইট তৈরিতে ব্যবহার করছেন। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ও বাইনচটকি এলাকায় আরএসবি ও আল মামুন এন্টারপ্রাইজের চারটি ইটভাটায় ভেকু মেশিন দিয়ে নদীর তীরবর্তী চর থেকে কেটে মাটি তোলা হচ্ছে। বেড়িবাঁধ...