০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন, লুইস নিউইয়র্কে তার অত্যন্ত সফল মিশনের জন্য প্রধান উপদেষ্টার প্রশংসা করেন। যখন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছিলেন, এক ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন এবং রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের যুগান্তকারী সম্মেলনে বক্তব্য রেখেছিলেন। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের বৈচিত্র্যময় গঠনের মধ্যে জাতীয় ঐক্যের শক্তিশালী প্রদর্শনের কথা তুলে ধরেন, কারণ প্রথমবারের মতো প্রধান রাজনৈতিক দলের ছয় নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈঠকে ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং উন্নয়ন যাত্রায় নতুন অধ্যায়ে প্রবেশ করার সময় টেকসই সহযোগিতা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক...