০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হবার মধ্য দিয়ে নানান বিতর্ক, নাটকীয়তা ও সমালোচনা নিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরুত্তাপ, একতরফা, প্রহসনের নির্বাচন। ‘মেকিং’ এই নির্বাচনের ফল নিয়েও তাই জনমনে ছিল না তেমন কোনো কৌতূহল। তবে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো ‘শেষ হইয়াও ইইলো না শেষ’র মতো বিতর্ক যেন পিছু ছাড়ছেই না সদ্য সমাপ্ত এই নির্বাচনকে! কেননা নির্বাচিত ২৫ জনের মধ্যে এমন একজন পরিচালক হয়েছিলেন, যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদনও করেছিলেন। সেটিও সরকারি কোটায়! অবিশ্বাস্য মনে হলেও সত্য, তিনি জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি কোটায় নির্বাচিত হওয়া দুজনের একজন এম ইসফাক আহসান। যিনি বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন মতলব (উত্তর-দক্ষিণ) থেকে মনোনয়ন পেতে আবেদন করেছিলেন। বিষয়টি...