০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম এবার বিসিবির নির্বাচন নিয়ে বোমা ফাটালেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সদ্য সমাপ্ত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তিনি। সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত একতরফা নির্বাচনের মাধ্যমে ৪ বছরের জন্য বিসিবির ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে আরও দুজনকে। যদিও মনোনয়ন দেয়ার ২৪ ঘন্টার মধ্যেই একজনকে প্রত্যাহার করে নিয়েছে এনএসসি। নতুন পরিচালকদের ভোটে আবারো সভাপতি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। তবে তাঁকে সভাপতি করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বেচ্ছাচারী আচরণ করেছেন বলে অভিযোগ আমিনুলের। অনেক কাউন্সিলরকে ডেকে নিয়ে আসিফ মাহমুদ নিজে হুমকি দিয়েছেন...