০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে এক বিরল হাইব্রিড বা সংকর প্রজাতির পাখির অস্তিত্ব নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের জীববিজ্ঞানীরা এই অদ্ভুত পাখিটিকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছেন। গবেষকদের ধারণা, এটি গ্রিন জে এবং ব্লু জে নামের দুই ভিন্ন প্রজাতির পাখির সংকর সন্তান। গবেষণার প্রধান লেখক ব্রায়ান স্টোকস বলেন, ‘আমাদের বিশ্বাস, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই দুই আলাদা প্রজাতির পাখি একে অপরের সংস্পর্শে এসেছে এবং মিলিত হয়েছে’।তিনি আরো জানান, ১৯৫০-এর দশক পর্যন্ত মধ্য আমেরিকার গ্রিন জে পাখি কেবল মেক্সিকো থেকে দক্ষিণ টেক্সাস পর্যন্তই সীমাবদ্ধ ছিল। অন্যদিকে ব্লু জে, যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে সাধারণত দেখা যায়, তারা পশ্চিমে কেবল হিউস্টন পর্যন্ত বিস্তৃত ছিল। এর ফলে অতীতে এই দুই প্রজাতির মধ্যে...