০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশের সময় কারও হাতে নিষিদ্ধ পলিথিন বা এসইউপি পাওয়া গেলে তা জব্দ করে বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগ সরবরাহ করা হচ্ছে। ব্যবহার করা প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধের কার্যক্রম বাস্তবায়নে অভিযান চালিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সকাল নয়টার আগেই সচিবালয়ের ২ ও ৫ নম্বর গেটে শুরু হয় অভিযান।পরিবেশ মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন। সচিবালয়ে প্রবেশের সময় কারও হাতে নিষিদ্ধ পলিথিন বা এসইউপি পাওয়া গেলে তা জব্দ করে বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে সচিবালয়ে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়। মনিটরিং টিমের পাশাপাশি সচিবালয়ের প্রতিটি...