বিখ্যাত ইংলিশ কবি জন কীটসের ‘লামিয়া’ নামের একটা বর্ণনামূলক কবিতা আছে যেটা না পড়ে থাকলে পড়ার অনুরোধ রইলো।কবিতাটি মূলত স্যাড রোম্যান্টিক হলেও কিছু ফিলোসফিক্যাল দিক আছে যেটা উপেক্ষা করা অসম্ভব। লিসিয়াস নামের এক তরুন এক দারুণ সুন্দরীর প্রেমে পড়ে যার নাম লামিয়া। লামিয়াকে একটা জঙ্গলে দেখে লিসিয়াস এতটাই মসগুল হয়ে যায় যে লামিয়ার পরিবার বা বৃত্তান্ত জানার আর প্রয়োজন খুঁজে পায় না। এরপর ওরা সংসার করার সিদ্ধান্ত নেয়। বিয়ের অনুষ্ঠানে অনেকেই আমন্ত্রিত হয় এবং তারা আনন্দে অনুষ্ঠান উদযাপন করতে থাকে। এর মধ্যে একজন ছিল বিজ্ঞ এপলোনিয়াস যে কিনা জানতো যে লামিয়া আসলে একটা রূপধারী সার্পেন্ট বা সাপ। এপলোনিয়াস যখন এটা জানিয়ে দেয় তখন লামিয়া মানুষ থেকে আবার সাপ হয়ে যেয়ে মারা যায়। তখন লিসিয়াস আক্ষেপ করে বলেছিল, ‘ডু নট অল...