দ্রুত উইকেট খুইয়ে দল চাপের মুখে? সমস্যা নেই মহেন্দ্র সিং ধোনি আছেন। ক্রমশ রানরেটে পিছিয়ে শেষ দিকে হারের শঙ্কা? সমস্যা নেই এমএসডি আছেন। ক্রিকেটে সফলভাবে ম্যাচ জিতিয়ে ফেরা, ফিনিশিংটাকে অন্যমাত্রা দিয়েছিলেন সাবেক ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। অনেকের মতে, ফিনিশার হলেন একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান, যিনি কিনা বোলারদের ওপর চড়াও হবেন। ধারণাটা ঠিক নয়। ফিনিশার হলেন ঠান্ডা মাথার এক ব্যাটসম্যান। যিনি পরিস্থিতি বুঝে রানের চাকা সচল রাখতে পারবেন, আবার সফলভাবে ম্যাচও শেষ করে আসতে পারবেন। ধোনির সঙ্গে ইতিহাসের অন্যতম সেরা ফিনিশারের তালিকায় থাকবেন উইন্ডিজ গ্রেট স্যার ভিভ রিচার্ডস, অস্ট্রেলিয়ার মাইকেল বেভান, দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার, পাকিস্তানের আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে। বাংলাদেশে একজন ফিনিশারের অভাব বহুদিনের। মাঝে নাসির হোসেন কিছুটা আশা জাগিয়েও হতাশ করেছেন, নানা অনিয়মে জড়িয়ে নিজেই নিজের প্রতিভার কবর দিয়েছেন। আমিরাতে এবার তিন...