চিকিৎসা পরামর্শের ক্ষেত্রে নতুন যুগের ভরসা হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। অনেকেই এখন গুগল সার্চ বাদ দিয়ে সরাসরি এআইকে জিজ্ঞেস করছেন শরীরের উপসর্গ, রোগের কারণ কিংবা চিকিৎসা সম্পর্কে। তবে চিকিৎসকরা সতর্ক করে বলছেন সব অসুস্থতার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, এখন অনেকেই সামান্য জ্বর, মাথাব্যথা বা শরীর খারাপ হলে চিকিৎসকের কাছে না গিয়ে প্রথমেই এআই চ্যাটবটের সাহায্য নিচ্ছেন। কেউ কেউ আবার উপসর্গ লিখে ‘এআই ডায়াগনোসিস’ খোঁজেন। কিন্তু এতে অনেক সময় ভুল তথ্য, অতিরিক্ত ভয় বা অপ্রাসঙ্গিক পরামর্শ পাওয়া যায়, যা রোগীর মানসিক চাপ বাড়ায় এবং চিকিৎসা নিতে দেরি করায় ফলে ঝুঁকি আরও বাড়ে। ভারতের গ্লিনিগলস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (ইন্টারনাল মেডিসিন) ডা. মঞ্জুষা আগরওয়াল বলেন, “কিছু ক্ষেত্রে একেবারেই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়। এতে...