বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পরদিনই অনুষ্ঠিত হলো নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং। মঙ্গলবারের এ মিটিংয়ে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। এতে সহসভাপতি ফারুক আহমেদকে অবশ্য কোনো কমিটিতে রাখা হয়নি। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই বিপিএলসহ আরও দুটি কমিটি নিজের কাছে রেখেছেন। ওয়ার্কিং এবং গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পালন করবেন তিনি। যথারীতি ক্রিকেট পরিচালনা (অপারেশন্স) বিভাগের দায়িত্বে রয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। মিডিয়া কমিটিতে এসেছেন আমজাদ হোসেন। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পেয়েছেন হাই-পারফরম্যান্স তথা এইচপি বিভাগের দায়িত্ব। গায়ক আসিফ আগরবকে দেওয়া হয়েছে এইজ গ্রুপ তথা বয়সভিত্তিক ক্রিকেট দেখভালের দায়িত্ব। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় বোর্ড পরিচালক হয়েছিলেন দুই ব্যবসায়ী ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ইসফাকে সরিয়ে করপোরেট ব্যক্তিত্ব ও...