দৈন্দিন জীবনে মানুষ যেসব নেক আমল তথা ভালো কাজ করে সেগুলোর প্রতিদান শুধু পরকালেই নয়, বরং দুনিয়াতেও পাওয়া যায়। উভয় জগতে মুক্তির অন্যতম হাতিয়ার নেক আমল। হাদিসে এমনই এক ঘটনা বর্ণিত হয়েছে। তা উল্লেখ করা হলো। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেন, তিনজন লোক হেঁটে চলছিল। তাদের ওপর বৃষ্টি শুরু হলে তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। এমন সময় পাহাড় থেকে একটি পাথর তাদের গুহার মুখের ওপর গড়িয়ে পড়ে এবং মুখ বন্ধ করে ফেলে। তাদের একজন অপরজনকে বলে, তোমরা তোমাদের কৃত আমলের প্রতি লক্ষ করো। যে নেক আমল তোমরা আল্লাহর জন্য করেছ সেটার অসিলায় আল্লাহর কাছে দোয়া করো। হয়তো তিনি এটি সরিয়ে দেবেন। তখন তাদের একজন বলল, হে আল্লাহ! আমার বয়োবৃদ্ধ মাতাপিতা ছিল এবং ছেটি...