জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবার দায়িত্ব নিয়েছেন দেশের ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ এক ভূমিকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার পর, তাকে দেওয়া হয়েছে বয়সভিত্তিক (এইজ গ্রুপ) ক্রিকেটের দায়িত্ব।মঙ্গলবার অনুষ্ঠিত নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে বিসিবির বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়। সেখানে আসিফ আকবরকে দেশের ভবিষ্যৎ ক্রিকেটার গড়ে তোলার গুরুদায়িত্ব অর্পণ করা হয়। তিনি বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেট উন্নয়ন কাজ করবেন।এ বৈঠকে বিসিবির বিভিন্ন বিভাগে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়। অন্যান্যদের মধ্যে:ক্রিকেট অপারেশন্স: নাজমুল আবেদীন ফাহিম (আগের দায়িত্বে বহাল)ফাইন্যান্স: নাজমুল ইসলামডিসিপ্লিনারি কমিটি: ফাইজুর রহমানগেম ডেভেলপমেন্ট: ইশতিয়াক সাদেকগ্রাউন্ডস: আমিনুল ইসলাম বুলবুলফ্যাসিলিটিস: শাহনিয়ান তানিমআম্পায়ারস কমিটি: ইফতেখার রহমান মিঠু (আগের মতোই বহাল)উইমেন্স উইং: আব্দুর রাজ্জাকসিসিডিএম (ঢাকা লিগ নিয়ন্ত্রক সংস্থা): আদনান রহমান দীপনহাই পারফরম্যান্স ইউনিট: খালেদ মাসুদ পাইলটবাংলা টাইগার্স:...