চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা চলছে জোরেশোরেই। শ্রেণিকক্ষ থেকে হল, কটেজ, ঝুপড়িসহ রেল স্টেশনে নিজেদের প্রচারপত্র নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের কাছে। প্রচার-প্রচারণায় নতুনত্ব দেখা গেছে; কেউ নানা ধরনের লিফলেট আবার কেউ গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে তাদের প্রচারণা। রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা প্রদর্শনের মাধ্যমে নিজেদের প্রচার চালাতে দেখা গেছে দুই স্বতন্ত্র প্রার্থীকে। চাকসুর সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সংগীত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিকু এবং সহ সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে নাট্যকলা বিভাগের উলফাতুর রহমান রাকিব তাদের প্রচারণা চালাচ্ছেন নাটকের মাধ্যমে। রেল স্টেশনের শিক্ষার্থীদের সামনে নানা ধরনের কথা বলে তাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা। জাহিদুল ইসলাম জিকুর ভাষ্য, নির্বাচনে তিনি কোনো পোস্টার, লিফলেট তৈরি করেননি। গান গেয়ে তিনি সাধারণ শিক্ষার্থীদের...