নির্ধারিত সময়েই কানাডা থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন শোমিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার টিম হোটেলে উঠে জানিয়েছেন হংকং চায়না ম্যাচে ভালো কিছু পাওয়ার আশাবাদ। জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছেন কানাডিয়ান লিগে খেলা মিডফিল্ডার শোমিত। হংকং ম্যাচে ভালো ফলের আশাবাদ জানিয়েছেন শোমিত। বাছাইয়ে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ। “আমি আশাবাদী, আমরা ভালো করতে পারি। ভালো খেলা হবে, তারা কঠিন দল। তাই দেখি কী রকম হয়। তবে আমরা ভালো করতে পারি, দুই খেলায়ই জিততে পারি।” “প্রস্তুতি সবচেয়ে ভালো হবে আমার কোনো সন্দেহ নেই। আমি খুব রোমাঞ্চিত। আশা করি...