০৮ অক্টোবর ২০২৫, ১২:২০ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম ঢাকার তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইন করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীসহ ১৭ জনকে বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। মামলার এজাহারনামীয় ৯ আসামির ৩ দিনের ও সন্দিগ্ধ ৮ আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এজাহারনামীয় ৯ আসামিরা হলেন, সিরাজগঞ্জের মাধাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাইবুর রহমান নাইস, গাজীপুরের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, সোলাইমান মিয়া, মো. আজিজ, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, সিহাব শাহরিয়ার, আওয়ামী লীগ কর্মী মামুন, ইনজামুল হক, ছাত্রলীগ কর্মী ফরহাদ পালোয়ান। সন্দিগ্ধ ৮ আসামিরা...