০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম অর্থবছরে প্রথম তিন মাসে চট্টগ্রাম বন্দরে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তিন মাসে শুধু কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১২.২৪ শতাংশ। দেশের এই প্রধান সমুদ্র বন্দরের হ্যান্ডলিং কার্যক্রমের ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বা অর্থনীতির হৃৎপিন্ড হিসেবে কাজ করে। জাতীয় রাজস্বের সিংহভাগ যোগান হয় এ বন্দর থেকেই। বন্দর সূত্র জানায়, বন্দরের আধুনিকায়ন, দক্ষতার সাথে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাহাজের গড় অবস্থানকাল হ্রাস এবং জেটি ও ইয়ার্ড সুবিধাদি সম্প্রসারণসহ নিরাপদ ও দক্ষ বন্দর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং জাতীয় আমদানী-রপ্তানীতে সক্রিয় ভূমিকা পালন করাই হল বন্দরের অভিলক্ষ্য। এই অভিলক্ষ্য পূরণের জন্য চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীগণ নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যার...