০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন কারণে নারায়ণগঞ্জে একের পর এক শিল্প কারখানা বন্ধ হওয়ার ঘটনায় আশংকাজনক হারে বেড়েছে বেকারত্ব। পাশাপাশি অনেক বেকারই জীবিকা নির্বাহে বেছে নিয়েছে নানা অপরাধমূলক কর্মকা-। ফলে ক্রমাগতভাবে ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি।এছাড়া শিল্প মালিকরা তাদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ায় তারাও বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। শিল্প প্রতিষ্ঠানে আর্থিক সংকট, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, রাজনৈতিক অস্থিতিশীলতা ও বৈদেশিক রফতানি কমে যাওয়ায় নারায়ণগঞ্জের পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান বন্ধে হয়ে যাওয়ায় অর্থনীতিতেও এর বিরুপ প্রভাব পড়েছে।জেলা শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে বর্তমান পর্যন্ত জেলায় ২৬টি পোশাক কারখানাসহ সর্বমোট ৫৫টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। এতে...