০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। হংকংয়ের বিপক্ষে লড়াইয়ে নামার আগে গত ক’দিন ধরে ম্যাচভেন্যুতে নিবিড় অনুশীলনে মগ্ন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা। বাংলাদেশের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে গতকাল বিকালেও অনুশীলনে নামেন লাল-সবুজের ফুটবলাররা। এদিন অনুশীলনে নেমে কিছুক্ষণ পরই গণমাধ্যমকে জাতীয় দলের ইংল্যান্ড প্রবাসী তারকা হামজা দেওয়ান চৌধুরী বলেন, ‘আমরা উইনিং টিম হমু।’ বিকাল ঠিক ৫টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা। ভক্ত-অনুরাগীরা আগেই উপস্থিত ছিলেন। লক্ষ্য হামজার সঙ্গে ছবি তোলা। এ বিষয়ে কার্পন্যহীন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাই ভক্তদের আবদার মেটালেন।...