০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ৪ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। টাকার অঙ্কে এর পরিমাণ ৫৬ কোটি ৮৫ লাখ। সুষ্ঠু নির্বাচনের জন্য এই টাকা কোনো কাজে আসবে না। কারণ, মূলত এই টাকা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল ও বিভিন্ন এনজিও’র পেছনে ব্যয় করা হবে। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন সরকারের কাছে ৫ হাজার ৯২১ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। টাকার অঙ্কে ৫৬ কোটি টাকা খুবই সামান্য। স্বৈরাচারী হাসিনার পতনের পর ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মিলারের কথা ও কাজের মধ্যেও দ্বিচারিতার ইঙ্গিত লক্ষ্য করা গেছে। হাসিনার পতনের মধ্য দিয়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিলেও ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত...