০৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ইসরাইল থেকে সোমবার গ্রিসে পৌঁছেছেন। এথেন্সের এলেফথেরিওস ভেনিজেলোস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় উচ্ছ্বসিত ফিলিস্তিনপন্থি জনতা। এ সময় গাজায় ইসরাইলি সামরিক অভিযান প্রসঙ্গে থুনবার্গ জানান, ‘আমি খুব স্পষ্ট করে বলতে চাইÑ সেখানে একটি গণহত্যা চলছে।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। থুনবার্গ বলেন, ‘আমাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তারা এমনকি সবচেয়ে ভয়াবহ যুদ্ধাপরাধ ঠেকাতেও ব্যর্থ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাধ্যমে আমরা যা করতে চেয়েছি, তা হলোÑ আমাদের সরকারগুলো যখন তাদের আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তখন আমরা পদক্ষেপ নিতে চেয়েছি।’ এথেন্সে পৌঁছে থুনবার্গ বলেন, ‘আমাদের প্রতি নির্যাতন ও কারাবন্দি অবস্থায় যে সব অপব্যবহার হয়েছে, তা নিয়ে আমি অনেক, অনেকক্ষণ কথা...