০৮ অক্টোবর ২০২৫, ১২:১৯ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে (বর্তমান প্রধান উপদেষ্টা দপ্তর) “অফিস সহায়ক” পদে চাকুরী দেওয়ার আশ্বাসে প্রতারণা করার অভিযোগে মামলায় এসএসএফ (বিশেষ নিরাপত্তা বাহিনী) এর অফিস স্টাফ মো. ইমরানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী দুলাল মিত্র এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৭ আগস্ট বাদীর সাথে আসামির আপোষের শর্তে ধার্য তারিখ (মঙ্গলবার) পর্যন্ত জামিন মঞ্জুর করেন। তবে এদিন বাদীর সাথে আসামির আপোষ না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগ সুত্র জানা যায়, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে (বর্তমান প্রধান উপদেষ্টা দপ্তর) “অফিস সহায়ক” পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে...