০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করছে সরকার। এতে ব্যয় হবে ২১৯ কোটি ৯ লাখ টাকা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আরও ২ লাখ ২০ হাজার টন গম জি-টু-জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে আমদানি করা হচ্ছে। প্রতি টনের দাম পড়ছে ৩০৮ ডলার। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এটিসহ বেশ কয়েকটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। ভারতের এম/এস-বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে এই চাল আমদানি করা হবে।...