০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম গাজায় ইসরাইলি বর্বরতার ২ বছর পূর্ণ হচ্ছে আজ ৮ অক্টোবর। দখলদার বাহিনীর অভিযানে গত দুই বছরে উপত্যকাটিতে প্রাণ হারিয়েছে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি। এ ছাড়া ত্রাণের অভাবে ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির বিষয়ে নানা সময়ে আলোচনা হলেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এদিকে গাজা যুদ্ধের দুই বছরের মাথায় গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে শেষ হয়েছে বলে জানা গেছে। হামাসের হামলার জবাব দিতে দুই বছর আগে গাজায় গণহত্যা শুরু করে আইডিএফ, যা এখনও চলছে। ২ বছর ধরে চলমান এই ভয়াবহ অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৯...