০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চীনের ইয়াং ডং ডং নামের এক ব্যক্তি ৭০ দিন একা জঙ্গলে টিকে থেকে ১ লাখ ইউয়ান (প্রায় ১৭ লাখ বাংলাদেশি টাকা) পুরস্কার জিতেছেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হুনান প্রদেশের ঝাংজিয়াজিয়ে এলাকায়, যেখানে অংশগ্রহণকারীদের কেবল একটি ছুরি ও কিছু বাঁশ দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়। ৩৩ বছর বয়সী ইয়াং বাঁশ ও পাথর দিয়ে আশ্রয়স্থল তৈরি করেন, বুনো ফল ও ভেষজ উদ্ভিদ খেয়ে বেঁচে ছিলেন, এমনকি ঠান্ডা ও সাপের হাত থেকে বাঁচতে গাছের পাতা ও আগুনের সাহায্য নেন।৭০ দিন শেষে তিনি বিজয়ী হন। চিকিৎসকরা জানান, তার ওজন কমেছে ১৫ কেজি, তবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সূত্র : জে এন। প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসএসএফের স্টাফ ইমরান কারাগারে সামনে মহাপরীক্ষা, কোনো ষড়যন্ত্র যেন...