০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম শরীয়তপুরে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খানের বিএনপি নেতার কাছ থেকে ঘুষ আদায়ের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এ সংক্রান্ত একটি সংবাদ দৈনিক ইনকিলাবে প্রকাশিত হলে নড়েচড়ে বসেছে প্রশাসন। এদিকে ইউএনও আব্দুল কাইয়ুম খানের ঘুষ কেলেঙ্কারীর ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ সংবাদের পর থেকে ইউএনওর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগীরা।নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন হাওলাদার জানান, তার একটি নিয়ে বিরোধ সমাধানের কথা বলে ইউএনও আব্দুল কাইয়ুম খান তার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।ঘড়িসার ইউনিয়নের যুবদলে নেতা আকাশ হাওলাদার জানান, চরমহান এলাকায় একটি অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার সংবাদ ইউএনওকে জানালে পরে তিনি ঘটনাস্থলে এসে এক লাখ টাকার বিনিময়ে রফাদফা করে দিয়ে...