০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজের সূচিতেই পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। দ্বিতীয় ওয়ানডে এবং প্রথম দুই টি-টোয়েন্টি হবে আগে ঘোষিত তারিখের পরদিন। এক বিবৃতিতে গতকাল বিসিবি জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর এই পরিবর্তন আনা হয়েছে। তবে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা হয়নি। দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল ২০ অক্টোবর, একদিন পিছিয়ে সেটি হবে ২১ অক্টোবর। একইভাবে একদিন করে পিছিয়ে প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ অক্টোবর ও দ্বিতীয়টি ২৯ অক্টোবর। আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে। তিন ম্যাচই শুরু হবে...