সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফ্রিকার ছোট দেশ ইসোয়াতিনি (পূর্বে সোয়াজিল্যান্ড) এর রাজা মসোয়াতি তৃতীয়ের আগমন ঘিরে পুরনো একটি ভিডিও আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাজা মসোয়াতি তৃতীয় ১৫ স্ত্রী, ৩০ সন্তান এবং প্রায় একশ সহচর নিয়ে ব্যক্তিগত জেট থেকে নেমে বিমানবন্দরে প্রবেশ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি প্রথম প্রকাশিত হয় গত জুলাইয়ে। তাতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাক পরা রাজা মসোয়াতি তৃতীয় ব্যক্তিগত বিমানে আবুধাবিতে পৌঁছান। তাঁর পেছনে সারিবদ্ধভাবে নামেন রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরা স্ত্রী ও অনুচররা। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “সোয়াজিল্যান্ডের রাজা ১৫ স্ত্রী ও ১০০ সহচর নিয়ে আবুধাবিতে।” খবরে বলা হয়েছে, রাজার সঙ্গে সফরে ছিলেন তাঁর ৩০ সন্তানও। বিপুল রাজকীয় কাফেলার আগমনে কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয় এবং নিরাপত্তার কারণে কয়েকটি টার্মিনাল...