নওশাদ, ইকবাল, সারজিস, রাশেদ ও সাজেদুর, ফরহাদ, সফিউল্লাহ, এমরান, শিশির ও তাসমিয়া তিনদিকে সীমান্ত পরিবেষ্টিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের ভৌগোলিক সৌন্দর্যের সুন্দর জনপদ পঞ্চগড় জেলা। পাঁচটি গড়ের সমন্বয়ে গঠিত এই জেলার তিনদিকেই ১৮৩ মাইল বেষ্টিত বাংলাদেশ-ভারত সীমান্ত অঞ্চল। করতোয়া, ডাহুক, মহানন্দা, তালমা, পাঙ্গা এবং চাওয়াই নদী ছাড়াও এ জেলায় যেমন অনেক পাহাড়ি নদী রয়েছে, তেমনি হিমালয় অঞ্চলের শৈত্যপ্রবাহের কারণে এ অঞ্চলে শীতের তীব্রতা খুব বেশি।এখনো শীত না পড়লেও পুরো জেলায় এখন নির্বাচনী গরম হাওয়া বইছে। বাংলাদেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড় জেলায় সংসদীয় আসন দুটি। পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসন। বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসন। পঞ্চগড়-১ আসনটি দেশের ৩০০ আসনের এক নম্বর এবং পঞ্চগড়-২ দুই নম্বর আসন হিসেবে শুরু হয়েছে। তাই...