এক সময় সাজানো-গোছানো সুন্দর নগরী ছিল গাজা। ছিল সুউচ্চ দালান, নৈসর্গিক সমুদ্রতট আর প্রাণচাঞ্চল্যে ভরপুর বাজার। ব্যস্ত রাস্তাঘাট, জলপাইবাগান, মাছ ধরায় জীবিকা নির্বাহ করা মানুষ এবং শিশুদের কোলাহলে মুখর সৈকত—সব মিলিয়ে গাজা ছিল এক প্রাণবন্ত শহর। কিন্তু ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে সেই নগরী আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধের আগে গাজা ছিল আধুনিক নগরীর এক উজ্জ্বল উদাহরণ। সুউচ্চ অট্টালিকা, সৌন্দর্যমণ্ডিত মসজিদ, সাগরতীরের ব্যস্ত পর্যটনকেন্দ্র, স্কুল-কমিউনিটি সেন্টার ও বাজার—সবই ছিল এখানে। গাজা সিটির সুজাইয়া অঞ্চল ছিল অন্যতম বড় ও ঘনবসতিপূর্ণ এলাকা, যা ছিল আবাসিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। কিন্তু ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় এসবই এখন ধ্বংসস্তূপ। যেখানে একসময় নিয়মিত নামাজের জামাত হতো, সেই মসজিদগুলোও এখন ধ্বংসাবশেষে পরিণত। বিশেষ করে উত্তর গাজা ছিল কৃষিনির্ভর অর্থনীতির জন্য পরিচিত। এখানেই উৎপাদিত হতো নানা সুস্বাদু...