মোহনীয় ভঙ্গিমায় বর্তমান প্রমীলা টেনিসের সেরা সুন্দরীদের একজন আলেকজান্দ্রা ইলা বর্তমানে প্রমীলা টেনিসের প্রতিশ্রুতিশীল খেলোয়াড় আলেকজান্দ্রা ইলা। ফিলিপিন্সের ২০ বছর বয়সী সেনসেশনাল এই সুন্দরীতমাকে নিয়ে এখন রীতিমতো টেনিসবিশ্বে হৈচৈ চলছে। খেলায় যেমন তাঁর ধাচ আছে; তেমনি রূপেরও কমতি নেই। বলা যায় মহাসুন্দরী! অনেকে ইতোমধ্যে ইলাকে প্রমীলা টেনিসের ইতিহাসের অন্যতম সেরা সুন্দরী হিসেবে আখ্যায়িত করেছেন। বলা ভালো, টেনিস ইতিহাসের সর্বকালের সেরা সুন্দরীদের মধ্যে রয়েছেন রাশিয়ার আনা কুর্নিকোভা, মারিয়া শারাপোভা, সার্বিয়ার আনা ইভানোভিচ, সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস, ভারতের সানিয়া মির্জাসহ আরও অনেকে। উন্মুক্ত যুগের টেনিসে প্রথম ফিলিপিনো হিসেবে কোন গ্র্যান্ডস্লাম ম্যাচ জিতে ইতিহাস গড়েন ইলা। তাও আবার ২০ বছর বয়সে! ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের ৭৫ নম্বরে থাকা ফিলিপাইনের সেনসেশনাল টেনিস কন্যা গত আগস্টে ইউইস ওপেনের উদ্বোধনী দিনে নারী এককের ১৪তম বাছাই ডেনিস ক্লরা টাউসনকে হারিয়েছেন...