বিশ্ব সংবাদের মঞ্চে ইদানীং বারবার একটি কথা ঘুরে বেড়াচ্ছে—আর তা হলো ১২ অক্টোবরের মধ্যেই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান। এবার সেই গুঞ্জনকে যেন আরো স্পষ্ট করলেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান মেজর জেনারেল আলী আব্দুল্লাহী জানালেন, শত্রুর মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। যুদ্ধ মানে কেবল অস্ত্র নয়; যুদ্ধ মানে মানসিক প্রস্তুতিও—ইরান যেন সেই কথাটিই আবার দৃঢ়ভাবে মনে করিয়ে দিল। অতীতের চেয়ে ইরান এখন বেশি শক্তিশালীসম্প্রতি মেজর জেনারেল আলী আব্দুল্লাহী জানান, ইরানের সশস্ত্র বাহিনী এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় শত্রুর মোকাবেলায় বেশি প্রস্তুত। তিনি বলেন, ১২ দিনের যে যুদ্ধ ইসরাইল ইরানের ওপর চাপিয়ে দিয়েছিল, সে সময়ের তুলনায় ইরানের সামরিক শক্তি আরো সংগঠিত ও আরো কার্যকর হয়ে উঠেছে। এক দেশ কিভাবে যুদ্ধের পর...