আফ্রিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ৮ দল আর প্লে-অফ খেলে আরও একটি দল কাটতে পারে টিকিট। ৮ দেশের মধ্যে দুটি এরই মধ্যে নিশ্চিত হয়েছে, মরক্কো ও তিউনিশিয়া। এবারের ফিফা উইন্ডোতে (৬-১৪ অক্টোবর) বাকি ৬ দল নিশ্চিত হয়ে যাবে। কোন দল আফ্রিকা অঞ্চল থেকে প্লে-অফ খেলার দৌড়ে থাকতে পারে সেটিরও ধারণা পাওয়া যাবে। আজ থেকে শুরু আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই রাউন্ড। আট রাউন্ড শেষে ‘ই’ গ্রুপে মরক্কো এবং ‘এইচ’ গ্রুপে তিউনিশিয়া শীর্ষস্থান নিশ্চিত করেছে। বাকি দুই রাউন্ড শেষে তারাই থাকবে শীর্ষে। আফ্রিকা অঞ্চল থেকে গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর দ্বিতীয় স্থানে থাকা সেরা চার দল খেলবে প্লে-অফ রাউন্ড, যা নকআউট পদ্ধতিতে হবে, সেখানে জয়ী দল আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ পাবে। ‘এ’...