আগুন একদিকে জীবনের আলোকশিখা, অন্যদিকে মৃত্যুর ছায়া। আগুন নিভে গেলে ছাই পড়ে থাকে, কিন্তু সেই ছাইয়ের ভেতর হারিয়ে যায় অনেক স্বপ্ন, শ্রম, জীবন তার হিসাব থাকে না কারও কাছে। অসচেতনতার কারণে লেগে যাওয়া আগুন যেন দিন দিন বেড়েই চলেছে। নতুন একটা দিন, নতুন একটা অগ্নিকাণ্ডের ঘটনা নগরজীবন নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিনিয়ত। অগ্নিকাণ্ডের ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার। আগুনে পুড়ে ছাই হয় একজন ব্যক্তি, একটি পরিবারের সব আহ্লাদ। অনেক বছর ধরে জমানো টাকা দিয়ে শুরু করা ব্যবসা, যা কিনা একটি পরিবারের সব আশা-আকাক্সক্ষার জায়গা কিংবা তিলে তিলে গড়ে তোলা নিম্নবিত্ত এক পরিবারের ছোট ঘর। হয়তো অগ্নিকাণ্ড ঘটা স্থানটায় ছিল কোনো গৃহহীনের ঠেকা দেওয়া পলিথিনের ঘর। সব যেন এক নিমেষে শেষ। সম্প্রতি রাজধানীর সদরঘাট পাইকারি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৮টার দিকে হঠাৎ আগুন...