‘ফল ২০২৫’ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। সোমবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে নবীনদের ওরিয়েন্টেশন হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন নবীনদের উদ্দেশে বলেন, “তোমাদের প্রজন্ম বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে। যার ভিত্তি হল সুশাসন, মানব উন্নয়ন, ন্যায়বিচার ও উন্নয়ন। আমার বিশ্বাস তোমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারবে।” উপাচার্য বলেন, “আমাদের সবাইকে একসঙ্গে হয়ে মানবকল্যাণে কাজ করতে হবে। স্রষ্টা আমাদের সেজন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন।” বাছবিচারহীনভাবে ইন্টারনেট ব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীলতা কমাতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “এখন আমাদের কিছু জানার প্রয়োজন হলেই আমরা ইন্টারনেট ঘাঁটি। ইন্টারনেটে অনেক মিথ্যা তথ্য থাকে। আমাদের...