গত মাসে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা অভিনেত্রীর ব্যবসায়ী স্বামী রাজের বক্তব্য রেকর্ড করেছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, দুজনের বিরুদ্ধেই তদন্ত চলছে। তদন্তের স্বার্থেই আপাতত দেশের বাইরে পা রাখতে পারবেন না কুন্দ্রা দম্পতি। যদিও তারকা দম্পতির আইনজীবীদের দাবি, তাদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও ২০২১ সালে তারা একাধিকবার বিদেশে যান। তদন্তে সহযোগিতার জন্য নির্দিষ্ট সময়ে ফিরেও আসেন। তাই এবার রাজ-শিল্পার বিদেশভ্রমণ স্থগিত রাখার কোনো কারণ তারা দেখতে পাচ্ছেন না। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় তদন্ত চলছে। রাজ কুন্দ্রাকে ইতিমধ্যে সমন পাঠানো হয়েছিল এবং তিনি হাজিরা দিয়ে জবানবন্দি দিয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চুপ থাকেন রাজ। ফলে ইকোনমিক অফেন্সেস উইং তাকে পুনরায় ডাকার পরিকল্পনা করছে। রাজকে...