অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই কয়েক বছর আগে শোবিজে সম্পৃক্ত হন তরুণ অভিনেতা এস এম আশরাফুল আলম সোহাগ। রহমতুল্লাহ তুহিনের ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হয় তার। এর পর থেকে আজ অবধি তিনি একের পর এক নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সোহাগের দেওয়া তথ্য মতে, প্রতিমাসেই তার শুটিং নিয়ে ব্যস্ততা অনেক। ইতিমধ্যে তার আলাদা দর্শক ও ভক্ত তৈরি হয়েছে। তার অভিনীত নতুন নাটক দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শক। সোহাগ অভিনীত কে এম সোহাগ রানা পরিচালিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ এখন বেশ আলোচনায়। এছাড়াও তাইফুর জাহান আশিকের ‘মাথা গরম ফ্যামিলি’ ধারাবাহিকে অভিনয়ের জন্যও বেশ সাড়া পাচ্ছেন বলেও জানান এই...