আমাদের দেশে দুর্নীতি এক ভয়ানক ব্যাধি। এতে আক্রান্ত প্রায় সমস্ত সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। এ ছাড়া বিভিন্ন প্রভাবশালী ছদ্মবেশী ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার গোষ্ঠী যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ রোগে আমরা ভুগছি, স্বাধীনতার পর থেকেই। স্বাধীন বাংলাদেশ থেকে বর্তমান সময় পর্যন্ত যা দুর্নীতিসুরে পরিণত হয়েছে। একে পরাজিত করা প্রায় অসম্ভব। কারণ, প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা এবং বিভিন্ন সময় সরকারের একটি শক্তিশালী পক্ষ ছায়া হয়ে দুর্নীতিতে মদদ দিয়েছে। যে কারণে হাজার হাজার কোটি টাকা গচ্চা গেছে দেশের। সেখান থেকে অবস্থান অনুযায়ী হয়েছে, অর্থের ভাগবাটোয়ারা। মনে করার কোনো কারণ নেই সেই সময়ের সরকারপ্রধান এ বিষয়ে কিছুই জানতেন না। হয়তো জানতেন, কিন্তু ভাবটা এমন যে কই, আমি তো এ বিষয়ে কিছুই জানি না! এভাবেই দুর্নীতি দিনে দিনে ভয়ংকর পর্যায়ে গেছে। একে কেবল তখনই নিয়ন্ত্রণ...