পথচলার ২১ বছর পূর্ণ করে ২২ বছরে পা রাখলো দেশের সর্বাধুনিক মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। ২০০৪ সালের এই দিনে (৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টারে এই মাল্টিপ্লেক্সের যাত্রা হয়। এটি দেশের প্রথম মাল্টিপ্লেক্সও বটে। বরাবরের মতো এবারও বিশেষ আয়োজনে দিনটি উদযাপন করতে যাচ্ছে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল। এবারের আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘এই দীর্ঘ পথচলায় শুরু থেকেই আমাদেরকে একনিষ্ঠভাবে সমর্থন ও সহযোগিতা করে আসছেন বিনোদন সাংবাদিকরা। দর্শকদের পাশাপাশি সাংবাদিকদের ভালোবাসা স্টার সিনেপ্লেক্সকে এ পর্যায়ে আসতে বিশেষ ভূমিকা রেখেছে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন থাকছে সাংবাদিকদের কেন্দ্র করে। ৮ অক্টোবর সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সেও বসুন্ধরা সিটি শাখায় সাংবাদিকদের জন্য একটি স্পেশাল মুভি শো আয়োজন করা হয়েছে। এ ছাড়া দর্শকদের জন্যও থাকছে বিশেষ উপহার। ৮...