০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম নিষিদ্ধ ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, তরুণ প্রজন্ম আমাদের বড় শক্তির উৎস। আবরার ফাহাদ এবং জুলাইয়ের শহীদদের ধারণ করে আধিপত্যবাদ উপনিবেশকে পরাস্ত করতে হলে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। আমাদের বিদ্যমান সমস্যা সমাধানে কাজ করতে হবে।গতকাল মঙ্গলবার পলাশী মোড়ে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি উদ্বোধন করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এসব কথা বলেনঅনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, স্থানীয়...