০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে চতুর্থ পলিটিক্যাল কনসালটেশন গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনসি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক সূত্র জানায়, উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় দুদেশের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক সম্পর্ক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। উভয় পক্ষই সংহতি, পারস্পরিক আস্থা এবং শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অভিন্ন আকাক্সক্ষার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে আরো শক্তিশালী করার বিষয়ে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বৈঠক শেষে দুদেশের এক যৌথ বিবৃতিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, তুরস্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং...