০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম নগরীতে চাকমা সম্প্রদায়ের এক ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক প্রচারণার তথ্য পেয়েছে পুলিশ। সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে এসব প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জরুরি বার্তা দিয়েছে নগর পুলিশ। জানা গেছে, সুশান্ত চাকমা নামে একটি ফেসবুকের আইডি থেকে গত তিনদিন ধরে ক্রমাগতভাবে পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক একাধিক পোস্ট দেওয়া হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কেও অশালীন বিভিন্ন কথাবার্তা এবং ভিডিও ওই আইডি থেকে পোস্ট করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে তদন্তে নামে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। তদন্তের মধ্যেই ওই আইডিটি নিষ্ক্রিয় করে রাখা...